03/14/2025 ব্যাটে-বলে দাপট দেখিয়ে কোয়েট্টাকে উড়িয়ে দিল লাহোর
নট আউট ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪০
নট আউট ডেস্কঃ চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির দাপুটে বোলিংয়ে, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে বড় ব্যবধানে হারিয়েছে দলটি।
করাচিতে এদিন আগে ব্যাট করে, শাই হোপ, সিকান্দার রাজা ও মির্জা বেগের ব্যাটে চড়ে ১৯৮ রানের পাহাড় গড়ে লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে, কোয়েট্টার পক্ষে একমাত্র জেসন রয় ছিলেন সফল। বাকিদের ব্যর্থতায় শেষ পর্যন্ত কোয়েট্টা থামে ১৩৫ রানে। শাহিনের ৩ উইকেট শিকারে ৬৩ রানের বড় জয় পায় লাহোর।
রানের পাহাড় টপকাতে নেমে রানের খাতা খোলার আগেই, সাজঘরে ফিরেন কোয়েট্টার ওপেনার আব্দুল বাঙ্গালাজি। দলীয় পঞ্চাশ পার করতেই আরেক ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় দলটি। এরপর দলের হাল ধরেন জেসন রয় ও মোহাম্মদ হাফিজ। তবে, ঝড় তোলা রয়কে ফিরিয়ে কোয়েট্টাকে বিপাকে ফেলেন লাহোরের রশিদ খান।
ফেরার আগে ১ চার ও ৫ ছক্কায় রয় খেলেন ৩০ বলে ৪৮ রানের ইনিংস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি দলটি। লাহোরের পক্ষে তিনটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও ডেভিড ভিসা।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে লাহোর কালান্দার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন শাই হোপ। এছাড়া ১৬ বলে ঝোড়ো ৩২ রান করে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ওপেনার মির্জা বেগ করেন ৩১ রান। কোয়েট্টার পক্ষে ওডিয়ান স্মিথ নেন দুইটি উইকেট।
-নট আউট/টিএ