03/14/2025 করাচির কাছে অসহায় আত্নসমর্পণ মুলতানের
নট আউট ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৮
নট আউট ডেস্কঃ চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১৪তম ম্যাচে জয় পেয়েছে তলানিতে থাকা করাচি কিংস। টেবিল টপার মুলতান সুলতানসকে বড় ব্যবধানে হারিয়ে আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দলটি।
রবিবার দিনের প্রথম খেলায়, আগে ব্যাট করে স্বাগতিক করাচি ১৬৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। জবাব দিতে নেমে তাবরেজ শামসিদের তোপে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। ফলে, ৬৬ রানের বড় জয় তুলে দেয় করাচি কিংস।
১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে শুরুটাই ভালোই ছিল মুলতানের। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ যোগ করেন ৪১ রান। ২৫ রান করা মাসুদের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর দলীয় পঞ্চাশ পার করতেই রাইলি রুশোর উইকেট হারায় দলটি।
৫৭ রানে দুই উইকেট হারানোর পর, খেই হারায় মুলতান। শামসি-মালিকের স্পিন ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর, কেউই ধরতে পারেনি দলের হাল। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারেই মাত্র ১০১ রানে গুটিয়ে যায় মুলতান সুলতানস।
করাচির পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন শোয়েব মালিক ও তাবরেজ শামসি। ২টি করে উইকেট নেন আকিফ জাবেদ ও ইমাদ ওয়াসিম।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে করাচি কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে তাইয়াব তাহির। এছাড়া ম্যাথু ওয়েডের ব্যাট থেকে আসে ৪৭ রান। জেমস ভিন্স করে ২৭ রান। করাচির পক্ষে ইহসানউল্লাহ নেন ২টি উইকেট।
-নট আউট/টিএ