03/14/2025 ব্যাটে-বলে লাহোরের দাপট, পাত্তা পেল না ইসলামাবাদ
নট আউট ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৭
নট আউট ডেস্কঃ আগের রাতেই চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে জয় পেয়েছিল লাহোর কালান্দার্স। গত কাল রাতেও ফের দাপট দেখিয়েছে শাহিন আফ্রিদির দল৷ তাতেই ইসলামাবাদ ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২০১ রানের পাহাড় ডিঙাতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলে ইসলামাবাদ। ২৩ রান করা রহমানউল্লাহ গুরবাজ ফিরলে ভাঙে উদ্বোধনী জোট। দলীয় পঞ্চাশ পার করতেই আরেক ওপেনার কলিন মুনরোর উইকেট হারায় দলটি। এরপর যেন তাসের ঘরের মতো ভেঙেছে ইসলামাবাদের ব্যাটিং অর্ডার।
লাহোরের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে ইসলামাবাদ হারাতে থাকে উইকেট। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে মাত্র ১ জন ব্যাটার। মাত্র ৩১ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে দলটি। ফলে, দলীয় একশ পার করার আগেই গুটিয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড। ১১০ রানের বড় জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স উঠেছে টেবিলের চূড়ায়।
দলটির পক্ষে ডেভিড ভিসা নেন ৩টি উইকেট। এছাড়া সিকান্দার রাজা ও রশিদ খান নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে লাহোর কালান্দার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে। এছাড়া ৩৬ রান করেন ওপেনার ফখর জামান। স্যাম বিলিংসের ব্যাট থেকে আসে ৩৩ রান। ইসলামাবাদের পক্ষে ৩টি উইকেট নেন টম কারেন। শাদাব খানের শিকার ২টি উইকেট।
-নট আউট/টিএ