03/14/2025 প্রথম দশে প্যাভিলিয়নে দুই
নট আউট ডেস্ক
১ মার্চ ২০২৩ ২৩:৫৪
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। আর্চার-ওকসের গতি সামলিয়ে দলকে রেখেছিল ভালো অবস্থানে।
তামিমের ব্যাটে রান আসলেও স্বাচ্ছন্দ্য পাচ্ছিলেন না লিটন দাস। ব্যক্তিগত ৭ রানে ক্রিস ওকসের বলে আউট হয়ে সাঝঘরে ফিরেন তিনি। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ব্যাট করতে থাকা তামিমও আউট হয়েছেন ৩২ বলে ২৩ রান করে। তামিমের উইকেট নিয়েছেন মার্ক উড।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৫৪। ব্যাটিংয়ে রয়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।
-নট আউট/এমআরএস