03/14/2025 সমালোচনার শেকল ভেঙ্গে ছুটছেন শান্ত
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২৩ ০৩:০৬
আসসালামু আলাইকুম।
নিজস্ব প্রতিবেদকঃ ১৫ ইনিংস,২১০ রান। এভারেজ ১৪, সর্বোচ্চ ৩৮ রান। ৪ বছর আগে ওয়ানডে সংস্করণে জাতীয় দলে অভিষেক হলেও প্রতিভাবান এই ক্রিকেটার শতক তো দূর, দেখা পাননি অর্ধশতকের। ইংল্যান্ডের বিপক্ষে বাইশ গজে ব্যাট করতে নামার আগে পর্যন্ত যা ছিল নাজমুল হোসেন শান্তর ওয়ানডে পরিসংখ্যান। তবে এদিন দলীয় সংগ্রহ খুব একটা বড় হলেও ক্যারিয়ারে বড় ওয়ানডে অর্ধশতকের দেখা পেয়েছেন শান্ত।
মিরপুরে তিন নম্বরে ব্যাট করতে নেমে ছন্দ ধরে রেখেছেন শান্ত। ম্যাচে আউট হওয়ার আগে করেছেন ৮২ বলে ৫৮ রান।
সবশেষ বিপিএল চলাকালীন হতাশা থেকে বলেছিলেন, প্রতিপক্ষ নয়, মাঠে মনে হয় খেলি দেশের বিরুদ্ধে। এমন মন্তব্য করার কারণ তাকে নিয়ে তীব্র সমালোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনার শেকল ভেঙ্গে ছুটছেন শান্ত।
-নট আউট/এমআরএস