03/13/2025 একাদশে বাঁহাতির আধিক্য, যে রেকর্ড শুধুমাত্র বাংলাদেশের
নট আউট ডেস্ক
২ মার্চ ২০২৩ ০৫:৫৭
নট আউট ডেস্কঃ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-ইংল্যান্ড। টসে জিতে প্রথম ওয়ানডেতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। একাদশ প্রকাশের পর নতুন রেকর্ড যুক্ত হয়েছে টিম টাইগার্সের নামের পাশে। ম্যাচে ১১ জনের ৭ জন ক্রিকেটার ছিলেন যারা ব্যাটিংয়ে বাঁহাতি।
বাঁহাতি সাতজন হলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হসান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়ানডেতে এক দলে কখনো এত বাঁহাতি রাখেনি কোন দল। তবে বাংলাদেশের জন্য এই রেকর্ড নতুন নয়। অতীতে আরও ৬ বার হয়েছে এমনটি।
একাদশে ৭ বাঁহাতি ব্যাটার নিয়ে সর্বপ্রথম বাংলাদেশ খেলেছিল ২০০৮ সালে। তখন ছিলেন, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সাকিব আল হাসান, মোশাররফ হোসেন রুবেল, আব্দুর রাজ্জাক ও সৈয়দ রাসেল
২০১১ সালে এই রেকর্ডে ছিলেন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসান। ব্যাট করেননি তবে তারপর লাইনআপে ছিলেন আরও দুই বাঁহাতি আব্দুর রাজ্জাক আর সোহরাওয়ার্দী শুভ। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে টপ অর্ডারের ৫ জনই ছিলেন বাঁহাতি।
২০২১ সালে এমন ঘটনা ঘটেছে দুইবার। প্রথমবার উইন্ডিজের বিপক্ষে ছিলেন,তামিম, শান্ত, সাকিব, সৌম্য, সাইফউদ্দিন, মোস্তাফিজ ও তাসকিন।
বছরের দ্বিতীয়বার শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন, তামিম, নাইম শেখ, সাকিব, আফিফ, তাসকিন, শরিফুল ও মোস্তাফিজ
ইংল্যান্ডের বিপক্ষে সপ্তম কোঠা পূর্ণের আগে ২০২২ সালে দলে ছিলেন,তামিম, শান্ত, আফিফ, তাসকিন, নাসুম, শরিফুল ও মোস্তাফিজ।
-নট আউট/এমআরএস