03/13/2025 '৭ দিনেই' সিংহাসন হারালেন অ্যান্ডারসন, নাম্বার ওয়ানে অশ্বিন
নট আউট ডেস্ক
২ মার্চ ২০২৩ ১০:০২
আসসালামু আলাইকুম।
নট আউট ডেস্ক: বয়স ৪০ হলেও নিজেকে তরুণ মনে করেন ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন৷ কথা কাজে মিল রেখেই অবশ্য দাপট দেখাচ্ছেন বাইশ গজে৷ গত সপ্তাহে দখল করেছিলেন লাল বলের ক্রিকেটে বোলিং বিভাগে রাজত্ব৷ তবে সিংহাসন বেশিক্ষণ উপভোগ করা হলো না এই পেসারের৷ তার জায়গায় নিজেকে বসালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন৷
বুধবার (০১ মার্চ) আইসিসির হালনাগাদকৃত টেস্ট পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য৷
বর্তমানে অশ্বিনের রেটিং ৮৬৫৷ মূলত চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসনের তিন উইকেট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অশ্বিনের ৬ উইকেট পার্থক্য গড়েছে দুজনের মধ্যে৷
-নটআউট/এমআরএস