03/14/2025 বুমরাহর চিকিৎসা হবে নিউজিল্যান্ডে
নিউজ ডেস্ক
২ মার্চ ২০২৩ ২৩:৪৯
আসসালামু আলাইকুম...
নিউজ ডেস্কঃ গেল বছর পিঠের চোটে পড়েছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। সময়ের ব্যবধানে সুস্থ না হলেও এই পেসারকে নিয়ে চিন্তা বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আসন্ন বিশ্বকাপেও না পাওয়ার শঙ্কা রয়েছে। তবে দেশটির ক্রিকেট বোর্ড চেষ্টা করছে এই পেসারকে দ্রুত মাঠে ফেরাতে।
পুরনো পিঠের চোট থেকে সুস্থ হতে বুমরাহকে নিউজিল্যান্ড পাঠাবে বিসিসিআই। সেখানে চিকিৎসক রোয়ান স্কুটেনের দ্বারস্থ হবেন তিনি। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য।
শল্য চিকিৎসায় স্কুটেনের আলাদা এক কদর রয়েছে। সারাবিশ্ব থেকে অসংখ্য ক্রীড়াবিদ শল্য চিকিৎসা করিয়েছেন তার কাছে। জোফরা আর্চার, জেমস প্যাটিনসনরা স্কুটেনের নিয়মিত সদস্য।
বুমরাহর ইনজুরি নিয়ে আপাতত অপারেশনের কথা ভাবছে না বিসিসিআই। কেননা অপারেশন করলে মাঠের বাইরে থাকতে হবে অন্তত ছয মাস। এদিকে আইপিএল না খেলা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে এই পেসারের।
-নট আউট/এমআরএস