03/14/2025 তিন দিনে ‘৪০’ উইকেটের পতন, শেষ হাসি দ.আফ্রিকার
নট আউট ডেস্ক
৩ মার্চ ২০২৩ ১০:২৭
আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ বোলারদের দাপটে তিন দিনেই শেষ হয়েছে সেঞ্চুরিয়ন টেস্ট। যেখানে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৪২ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থামে ২১২ রানে। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে, জয়ের জন্য সফরকারীদের সামনে টার্গেট দাঁড়ায় ২৪৭। সেই রান টপকাতে নেমে কাগিসো রাবাদার তোপে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাতেই ৮৭ রানের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।