03/13/2025 ইন্দোরে দাপুটে জয় অজিদের, নিশ্চিত করলো ফাইনাল
নট আউট ডেস্ক
৩ মার্চ ২০২৩ ২২:৪০
নট আউট ডেস্কঃ বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে ইন্দোরে তৃতীয় দিনেই জয়ের মঞ্চ প্রস্তুত করে রেখেছিল সফরকারী অস্ট্রেলিয়া। চর্তুথ দিন সাত সকালেই জয় তুলে নেয় স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। জয় পেতে দলটি হারায় কেবল ওপেনার উসমান খাজার উইকেট। ৯ উইকেটের জয়ে সিরিজে টিকে থাকার পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অজিরা।
৭৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই অজিরা হারায় উসমান খাজার উইকেট। তাতেই ম্যাচে নাটকীয় কিছু করার আভাস দিয়েছিল স্বাগতিকরা। তবে, রোহিত শর্মার দলের সেই আশা নিরাশায় পরিণত করেন ট্রাভিস হেড ও মার্নাস ল্যাবুশেন।
এই দু'জনের ব্যাটে জয় পেতে অস্ট্রেলিয়ার লেগেছে ১১৩ বল। স্বাগতিকদের নিজেদের স্পিন জালে ফাঁসিয়ে ৯ উইকেটের বড় জয় চার টেস্টের সিরিজে টিকে রইলো সফরকারীরা। দলটির পক্ষে ৬ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন ট্রাভিস হেড। ৬ চারে ২৮ রানে অপরাজিত থাকেন মার্নাস ল্যাবুশেন।
-নট আউট/টিএ