03/13/2025 শেষটা ভালো করার প্রত্যয় তামিমের কণ্ঠে
নট আউট ডেস্ক
৪ মার্চ ২০২৩ ০৯:৪৯
আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ ওয়ানডে সংস্করণে বরাবরই শক্তিশালী দল বাংলাদেশ। যেখানে ঘরের মাঠে রীতিমতো অপ্রতিরোধ্যই সাকিব-তামিমরা। গত বছরের শেষ দিকে পূর্ণ শক্তির ভারতকে ডেকে এনে সিরিজ হারানোর মুনশিয়ানা দেখিয়েছিলো টিম টাইগার্স৷ আর তাইতো ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে সিরিজ হারানোর অপেক্ষায় বুঁদ হয়েছিল কোটি সমর্থকরা। তবে, সমর্থকদের সেই আশায় জল ঢেলেছেন লিটন-তামিমরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে অল্প পুঁজিতে লড়াই করলেও দ্বিতীয় ওয়ানডেতে যেন অসহায় আত্মসমর্পণ করলো টাইগাররা। দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের কাছে সিরিজ হারালো তামিম ইকবালের দল। সেই সাথে ঘরের মাটিতে দীর্ঘ সাত বছর পর, সিরিজ হারের স্বদ পেল বাংলাদেশ। সিরিজ হেরে বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। অধিনায়ক তামিম ইকবালও তাই আপাতত লক্ষ্য স্থির করেছেন তৃতীয় ওয়ানডে ঘিরে। জানিয়েছেন, খেলতে চান ভালো ক্রিকেট।
ম্যাচ শেষ টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আপনি যখন বড় টার্গেটে খেলতে নেমে প্রথম ২-৩ ওভারে তিনটি উইকেট হারান, তখন খুব কঠিন হয়ে যায়। আমি এবং সাকিব নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আমার শটটি আজ বের হয়নি কিন্তু আমি বুঝতে পেরেছি আমরা যখন ৩০০-এর বেশি তাড়া করছিলাম তখন এভাবেই খেলতে হতো।’
সিরিজ খুইয়ে অধিনায়কের চোখ এখন তৃতীয় ম্যাচে। সেই ম্যাচেই ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছেন তামিম। তিনি আরও বলেন, ‘তবে আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে চেষ্টা করব।’
-নট আউট/টিএ