03/13/2025 চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল
নট আউট ডেস্ক
৫ মার্চ ২০২৩ ০৩:২২
নট আউট ডেস্কঃ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার (০৬ মার্চ) স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারীরা।
সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় দল। তৃতীয় ওয়ানডে শেষে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। যার কারনে ওয়ানডে দলের সাথে টি-টোয়েন্টি দলও সাগরিকার এই ভেন্যুতে গিয়েছে।
তামিম-লিটনরা ম্যাচ ভেন্যুতে পোঁছালেও ঢাকায় রয়েছেন সাকিব আল হাসান। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল পর্ব সেরেছেন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।
আজ চট্টগ্রামে পৌছালেও কোনো দলেরই নেই এ দিন অনুশীলন। হোটেলে বিশ্রাম নিয়ে আগামীকাল নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে জস বাটলার, তামিম ইকবালরা।
-নট আউট/এমআরএস