03/13/2025 নতুন যাত্রায় হোঁচট, কতটা কঠোর হবেন হাথুরু
নট আউট ডেস্ক
৫ মার্চ ২০২৩ ০৫:০৬
নিউজ ডেস্কঃ ‘কোনো সিনিয়র খেলোয়াড় যদি পারফর্ম না করে, তাহলে হাথুরু তাকে দলে রাখবে না’, ইংল্যান্ড সিরিজ শুরুর আগে এমনটিই বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের প্রথম দুই ইংলিশ পরীক্ষায় মুশফিক-রিয়াদদের পাশাপাশি ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন ধ্রুব,মুস্তাফিজুর রহমানও।
বিশ্বকাপ যাত্রা খুব একটা দূরে নেই। বিশ্বকাপের বছরের প্রথম সিরিজে ব্যর্থ অধিকাংশ সদস্য। নিজের নতুন যাত্রায় হোঁচট খাওয়ার পর দল কীভাবে গুঁছিয়ে নেয় কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সেটিও দেখার বিষয়।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তিন উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে হার ১৩২ রানে। ২০১৬ সালের পর প্রথমবার ঘরের মাঠে ওডিআই সিরিজ হারলো বাংলাদেশ।
শুধু ব্যাটিং বিভাগ নয়। বোলিং বিভাগের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির অনেক জায়গা রয়েছে। কথাগুলো সাধারণ কোনো খেলোয়াড়ের নয়।
দ্বিতীয় ম্যাচ শেষে তামিম বলেন, সব বিভাগেই খারাপ করায় এই বড় পরাজয় বরণ করতে হয়েছে।
-নট আউট/এমআরএস