03/14/2025 ২০০ টাকায় দেখা যাবে তামিমদের হোয়াটওয়াশ এড়ানোর প্রচেষ্টা
নট আউট ডেস্ক
৫ মার্চ ২০২৩ ০৬:৪৯
নট আউট ডেস্কঃ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের সাথে ম্যাচ ভেন্যুতে অবস্থান করছে সফরকারী ইংল্যান্ড। আগামী ৬ মার্চ (সোমবার) হোয়াইওয়াশ এড়ানোর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ম্যাচটি। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে মিলবে টিকিট।
শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টির জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, রুফ টপ হসপিটালিটি ১৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।
তৃতীয় ওয়ানডে শেষে ৯ মার্চ একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ হাত ছাড়া হওয়ায় টাইগারদের লক্ষ্য এখন স্বাভাবিকভাবে টি-টোয়েন্টি সিরিজে। যদিও এই সংস্করণে শক্তি মত্তায় দারুণভাবেই পিছিয়ে টিম টাইগার্স।
-নট আউট/এমআরএস