03/13/2025 সেঞ্চুরিতে ফেরার আভাস
নট আউট ডেস্ক
৫ মার্চ ২০২৩ ২১:১১
নট আউট ডেস্কঃ চলমান বিসিএলে দারুণ ছন্দে রয়েছেন সাদমান ইসলাম। তৃতীয় রাউন্ডের পর ফাইনালের প্রথম দিনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। প্রথম দিন শেষ অপরাজিত রয়েছেন ১৩০ রানে।
২০২২ সালে সবশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাদমান। ২০১৮-২২ মাঝের এই সময়ে দেশের জার্সিতে খেলেছেন ১৩ টেস্ট। যেখানে ২ অর্ধশতকের পাশাপাশি সেঞ্চুরি সংখ্যা ১।
বিসিএলের আগে এনসিএলে দুই অর্ধশতক করেছিলেন সাদমান। এছাড়াও ভারত এ দলের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৯৩ রানের এক ইনিংস।
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদ শুরু করেছে বাংলাদেশে। পারফরম্যান্স যার কাছে সব কিছু। তার সময়ে আরেকবার জাতীয় দলের ফেরার স্বপ্ন দেখতেই পারেন সাদমান ইসলাম।
-নট আউট/এমআরএস