03/14/2025 ৯টায় চট্টগ্রামে পা রেখে ১০টায় অনুশীলনে সুপার সাকিব
নট আউট ডেস্ক
৫ মার্চ ২০২৩ ২৩:৩০
আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টাইগার এখন বন্দর নগরী চট্টগ্রামে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ছাড়াও চট্টগ্রামে একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল৷ সেই লক্ষ্যে গতকাল (৪ মার্চ) বন্দর নগরীতে পা রাখেন তাসকিন-তামিমরা। তবে ব্যক্তিগত ব্যস্ততা থাকার কারণে, দলের সঙ্গে চট্টগ্রামে যাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সতীর্থদের একদিন পর চট্টগ্রাম পৌঁছালেও অবশ্য দলীয় অনুশীলনে সবার আগেই হাজির ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। রোববার (৫ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রামে পা রেখেই, সকাল ১০টায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। তৃতীয় ওয়ানডের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সাকিব-তামিমরা।
উল্লেখ্য, সোমবার (৬ মার্চ) দুপুর ১২টায় তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ইংল্যান্ড। এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা আগামী ৯ মার্চ সাকিবের নেতৃত্বেই চট্টগ্রামে ইংলিশদের মোকাবেলা করবে টিম টাইগার্স।
-নট আউট/টিএ