03/13/2025 ফর্মে ফিরতে সেরা প্রচেষ্টা করছেন মুশফিক
নট আউট ডেস্ক
৬ মার্চ ২০২৩ ০১:৫৭
নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরাদের একজন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শুরু থেকে দলের প্রয়োজনে বড় আস্থা তিনি। তবে বর্তমান সময় নিজেকে হারিয়ে খুঁজছেন এই উইকেট রক্ষক ব্যাটার।
সবশেষ কয়েক ম্যাচে ব্যাট হাতে রাখতে পারছেন না অবদান। ভারত সিরিজে তিন ম্যাচে ৩৭ রান করা মুশফিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে করেছেন ২০ রান। বিশ্বকাপের বছরে এমন পারফরম্যান্স বড়ই হতাশার। তবে সেরা ফর্মে ফিরতে সেরা প্রচেষ্টায় করছেন মুশফিক, সংবাদ মাধ্যমে এমনটিই জানিয়েছেন রঙ্গনা হেরাথ।
চট্টগ্রামে মুশফিক প্রসঙ্গে হেরাথ বলেন, ‘বেসিকালি মুশফিকুর রহিম আমাদের জন্য অলরাউন্ডার। সে একজন ব্যাটার, সাথে উইকেটরক্ষক। মুশফিক আগেও ভালো করেছে। সে তার সামর্থ্যের সেরাটা দেবার চেষ্টা করছে। আমার কাছে সে আমাদের অলরাউন্ডার।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম দারুণ এক বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) কাটিয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেটে সেই ফর্ম টেনে আনতে পারেননি।
-নট আউট/এমআরএস