03/13/2025 সিরিজের মাঝপথে দেশে ফিরছেন জ্যাকস
নট আউট ডেস্ক
৬ মার্চ ২০২৩ ০৭:০২
আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ ইংলিশ অলরাউন্ডার টম অ্যাবেলের চোটে কপাল খুলে যায় আরেক অলরাউন্ডার উইল জ্যাকসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আলোচনায় আসা এই অলরাউন্ডারের ওয়ানডে অভিষেকটাও হয়েছে বাংলাদেশের বিপক্ষেই। তবে, বাংলাদেশ সফরের বাকি অংশে তাকে পাচ্ছে না ইংলিশরা।
চোটের কারণে সিরিজের মাঝপথে দেশের বিমান ধরতে হচ্ছে জ্যাকসকে। এক বিবৃতিতে জ্যাকসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঢাকায় দ্বিতীয় ওডিআইতে ফিল্ডিং করার সময় বাম উরুতে চোট পাওয়ায় উইল জ্যাকস বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। পুর্নবাসন প্রক্রিয়া শুরু করতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে যাবেন।’
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হওয়া এই তারকা অলরাউন্ডার ব্যাটে বলে ছিলেন উজ্জ্বল। অভিষেকে বল হাতে আফিফের উইকেট নেওয়ার পাশাপাশি, ব্যাট হাতে করেছিলেন গুরুত্বপূর্ণ ২৬ রান। তবে, দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। সাথে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকেই গেলেন বাংলাদেশ সফর থেকে।
-নট আউট/টিএ