03/15/2025 ওয়াইড, নো বল সিদ্ধান্তেও চ্যালেঞ্জ জানাতে পারবে খেলোয়াড়রা
নট আউট ডেস্ক
৬ মার্চ ২০২৩ ২১:৩০
নট আউট ডেস্কঃ এতদিন সম্ভাব্য আউট ইস্যুতে আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানাতো খেলোয়াড়রা। এবার নতুন করে নিয়ম যোগ করেছে বিসিসিআই। নারী আইপিএল ও পুরুষ আইপিএলে নো, ওয়াইড বলের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানাতে পারবে খেলোয়াড়রা। তবে এর জন্য বাড়তি কোন রিভিউ থাকবে না। আগের মতোই প্রতিটি দল ইনিংসপ্রতি দুটি রিভিউর সুযোগ পাবে।
ডব্লিউপিএলের প্লেয়িং কন্ডিশন উদ্ধৃত করে ক্রিকইনফো জানিয়েছে, ‘একজন খেলোয়াড় অন–ফিল্ড আম্পায়ারের ওয়াইড অথবা নো বল সিদ্ধান্ত রিভিউ করার আবেদন জানাতে পারবেন।’
ডব্লিউপিএলের প্রথম ম্যাচেই নতুন ব্যবস্থার প্রয়োগ দেখা গেছে। মুম্বাই ইন্ডিয়ানস–গুজরাট জায়ান্টস ম্যাচে মুম্বাইয়ের স্পিনার সাইকা ইসহাকের একটি ডেলিভারিতে ওয়াইড সংকেত দেন আম্পায়ার। মুম্বাই রিভিউ নিলে দেখা যায়, বল ব্যাটার মনিকা প্যাটেলের গ্লভসে লেগেছিল, যার প্রেক্ষিতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের পরিবর্তন হয়।
আইপিএলের গত কয়েকটি আসরে ‘নো বল’ সিদ্ধান্ত নিয়ে একাধিকবার উত্তপ্ত মুহূর্ত দেখা গেছে। ২০১৯ সালে চেন্নাই–রাজস্থান ম্যাচে আম্পায়ারের নো বল সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডাগআউট থেকে মাঠে নেমে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। গত বছর রাজস্থান–দিল্লি ম্যাচে কোমর উচ্চতার নো বলে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন ঋষভ পন্ত।
-নট আউট/এমআরএস