03/13/2025 প্রথম দশে ডট ৪৪, স্কোরবোর্ডে রান ৩৪
নট আউট ডেস্ক
৬ মার্চ ২০২৩ ২৩:৪৬
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম পাওয়ার-প্লেতে স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করছে ৩৪ রান। হতাশার বিষয় প্রথম ৬০ লিগাল বলের ৪৪টিতেই কোন রান করতে পারেনি স্বাগতিক ব্যাটাররা।
ব্যাটিংয়ের শুরুতেই লিটন দাসের উইকেট হারায় স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্তকে নিয়ে অধিনায়ক তামিম ইকবাল ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও হয়েছেন ব্যর্থ। ব্যক্তিগত ১১ রানেই কাটা পড়েন তামিম।
তামিমের বিদায়ের পর শান্তর সঙ্গে বাইশ গজে লড়ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
-নট আউট/এমআরএস