03/14/2025 চ্যাম্পিয়নদের রান তোলার বিচারে নবজাতক বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ ২০২৩ ০১:২৮
নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই ট্রফি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে ৭ বছর পর তামিমদের ওয়ানডে সিরিজ হারের বড় কারণ দ্রুত গতিতে রান তুলতে না পারা।
একনজরে দেখে নেওয়া যাক প্রথম দুই ম্যাচে ওভারপ্রতি রানের ব্যবধান।
পাওয়ার-প্লেতে বাংলাদেশ গড়ে রান তুলেছিল ৪.৯০। অপরদিকে ইংল্যান্ড ৩.৯০। এই তথ্য যতটা প্রাপ্তি দিচ্ছে। পরেরগুলো তার থেকেও বেশি হতাশ করবে।
মাঝের ৩০ ওভারে ইংল্যান্ড ওভারপ্রতি রান নিয়েছে গড়ে ৫.১১। বিপরীতে বাংলাদেশ ৪.১৮। শেষ দশ ওভারে দুই দলের রান তোলার ব্যবধান আকাশ-পাতাল। ইংল্যান্ড যেখানে ওভারপ্রতি তুলেছে ৮.১৯। সেখানে বাংলাদেশ ৪.৫০।
দুই ম্যাচে রান তোলার বিচারেই জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ মঞ্চে দারুণ কিছু করতে এখনই কার্যকর কিছু ভাবতে হবে ম্যানেজম্যান্টকে।
-নট আউট/এমআরএস