03/14/2025 ‘তিন’ পঞ্চাশে বাংলাদেশের ‘২৪৬’
নট আউট ডেস্ক
৭ মার্চ ২০২৩ ০২:৩৮
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে, শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে লড়াই করছে টাইগাররা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে, শান্ত, মুশফিক ও সাকিবের হাফ সেঞ্চুরিতে ভর করে ২৪৬ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
সাগরিকায় টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। দ্বিতীয় ম্যাচের মত এদিনও শুন্য রানে ফিরেন ওপেনার লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে নিয়ে লড়াই দীর্ঘ করতে পারেননি তামিম। দলীয়ও ১৭ ও ব্যক্তিগত ১১ রানে ক্যাচ আউট হয় বাংলাদেশ অধিনায়ক। এই দুই ওপেনারকেই ফেরান স্যাম কারান। শুরুর ৩ ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে বাংলাদেশ। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। তবে, এরপরেই ভুল বোঝাবুঝির শিকার হয়ে ৫৩ রানে ফিরেন শান্ত।
শান্ত'র বিদায়ে ভাঙে মুশফিকের সঙ্গে ৯৮ রানের জোট। এরপর মুশফিককে সঙ্গ দেন সাকিব আল হাসান। রান খরায় ভুগতে থাকা মুশফিক এদিন পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ইংলিশ বোলারদের দারুণ সামলে মুশফিক ছুটছিলেন শতকের দিকে। তবে, ব্যক্তিগত ৭০ রানের মাথায় আদিল রশিদকে সুইপ করতে গিয়ে সাজঘরে ফিরেন তিনি।
মুশফিকের বিদায়ের পর সাকিবের ব্যাটে বাংলাদেশ পার করে দুইশ রানের গণ্ডি। মাঝে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট হারায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। শেষ পর্যন্ত সাকিবের ব্যাটে চড়ে ২৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৭ চারে ইনিংস সর্বোচ্চ ৭৫ রানে ফিরেন সাকিব।
ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন জফর আর্চার। স্যাম কারান ও আদিল রশিদ নেন দুইটি করে উইকেট।
-নট আউট/টিএ