03/18/2025 দর্শক ফেরাতে বিসিবির পদক্ষেপ কি?
নট আউট ডেস্ক
৭ মার্চ ২০২৩ ২০:৪৮
নট আউট ডেস্কঃ মিরপুর হোম অব ক্রিকেট! টিকেটের জন্য বাইরে দীর্ঘ লাইন। টিকেট প্রত্যাশী মানুষের উপস্থিতি দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছিল অনেকে। তবে ম্যাচের দিন ভিন্ন চিত্র। গ্যালারির অনেকটাই ফাঁকা। এমন কিছু হতে দেখা যায়নি গেল কয়েকবছরে।
মিরপুরে দুই ম্যাচের চেয়ে চট্টগ্রামে পরিস্থিতি আরও ঘোলাটে। মাইকিং করেও বেচা যাচ্ছে না টিকেট। গ্যালারীতে কতজন উপস্থিত তা অনুমান করতে খুব বেশি কষ্ট কারও হবে না।
চট্টগ্রামে দর্শক উপস্থিতি কেন কম তার কারণ দেশের একটি দৈনিককে জানিয়েছেন মনিরুজ্জামান সাগর। তিনি বলেন,‘বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না। ওয়ানডে ম্যাচ শুরুর সময় দুপুরবেলা। ছুটির দিন না হওয়ায়ও সমস্যা হয়েছে।’
ম্যাচে-জয় পরাজয় থাকবে। এমন নয় এবারই প্রথম টানা ম্যাচ হেরেছে বাংলাদেশ। এছাড়াও প্রথম দুই ম্যাচেও চাহিদামতো দর্শক পাওয়া যায়নি। দর্শক ফেরাতে বিসিবির পদক্ষেপ কি হবে, তাই এখন দেখার বিষয়। কেননা বাংলাদেশ ক্রিকেটে এক ফরম্যাটে ভালো করেও বিশ্বক্রিকেটে টিকে রয়েছে দর্শকদের ভালোবাসায়।
-নট আউট/এমআরএস