03/14/2025 ‘মুশফিকের রানে ফেরা স্বস্তির’
নট আউট ডেস্ক
৭ মার্চ ২০২৩ ২০:৫৮
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে রান পাননি মুশফিকুর রহিম। শুধু তাই নয়, আগে ৫ ইনিংসেও সাদা-মাটা ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দেখা পেয়েছেন বড় রানের। দলের চাপের সময়ে খেলেছেন ৯৩ বলে ৭০ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের রানে ফেরা স্বস্তির মনে করছেন নাজমুল হাসান পাপন।
তৃতীয় ম্যাচ শেষে পাপন বলেন, মুশফিকের রান করাটা সত্যিই স্বস্তির। এটা না শুধু বিপিএলে ও যখন শেষ ম্যাচে রান করেছিল আমি তখন তাকে ফোন করেছিলাম। আমি আসলে এত খুশি হয়েছিলাম, কারণ আমি জানি ওর মধ্যে ওই সম্ভাবনা আছে।
বিশ্বকাপের আগে মুশফিকের ছন্দে ফিরতে এমন একট ইনিংস জরুরী ছিল। ইংলিশদের বিপক্ষে ৭০ রানের ইনিংস ৬ বাউন্ডারিতে সাজিয়েছেন মুশফিক।
-নট আউট/এমআরএস