03/17/2025 উইকেটের ‘সেঞ্চুরির’ দারপ্রান্তে মোস্তাফিজ
নট আউট ডেস্ক
৯ মার্চ ২০২৩ ২১:২৭
আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ আর মাত্র ৭ উইকেট পেলেই টিম সাউদিকে টপকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়ে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দারপ্রান্তে সতীর্থ মোস্তাফিজুর রহমান।
আর মাত্র ৩ উইকেট পেলেই দ্বিতীয় বাংলাদেশি ও বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করবেন মুস্তাফিজ। বর্তমানে এই বাঁহাতি পেসারের উইকেট সংখ্যা ৯৭। এছাড়া আর মাত্র ২টি উইকেট পেলেই টপকে যাবেন পাকিস্তানের শাদাব খান ও শহিদ আফ্রিদিকেও।
প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন সাকিব আল হাসান। বর্তমানে বিশ্বসেরা অলরাউন্ডারের উইকেট সংখ্যা ১০৯ ম্যাচে ১২৮টি। অবস্থান করছেন দুইয়ে। ১০৭ ম্যাচে ১৩৪ উইকেট নিয়ে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন কিউই পেসার টিম সাউদি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ'র বেশি উইকেট শিকার করেছেন রশিদ খান (১২৬), ইশ সৌধি (১১৪) ও লাসিথ মালিঙ্গা (১০৭)।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মোস্তাফিজের। নিজের অভিষেক ম্যাচেই পেয়েছিলেন দুই উইকেট। এরপর থেকে এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। ২১.৯৪ গড়ে তিনি নিয়েছেন ৯৭ উইকেট। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট এই পেসারের ক্যারিয়ার সেরা।
-নট আউট/টিএ