03/13/2025 বিপিএল জোট আত্মবিশ্বাস জুগিয়েছে চট্টগ্রামে
নট আউট ডেস্ক
১০ মার্চ ২০২৩ ২১:০৫
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ৷ রনি তালুকদার,লিটন দাসে শুরু হওয়া জুটি শেষ হয়েছে সাকিব-আফিফের ফিনিশিংয়ে৷ মাঝের সময়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন তৌহিদ হৃদয়-নাজমুল হাসান শান্ত৷
ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেও অভিষেক হয়নি হৃদয়ের৷ তবে সুযোগ এসেছে টি-টোয়েন্টিতে৷ অভিষেক ম্যাচেই ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ছিল জোড়ালো৷ হৃদয়ের এমন বিশ্বাস আবার সাহস জুগিয়েছে শান্তকে৷
শান্ত-হৃদয়ের জোট থেকে বাংলাদেশ পেয়েছে ৬৫ রান৷ এ সময় দুজনে চড়াও হয়েছেন প্রতিপক্ষের উপর৷ বিপিএলের দল সিলেটের হয়ে খেলেছিলেন দুজনে৷ এই টোটকা কাজে এসে বন্দর নগরী চট্টগ্রামে৷
ম্যাচ শেষে অভিষিক্ত হৃদয়কে নিয়ে শান্ত বলেন, ‘যে ইন্টেন্ট নিয়ে হৃদয় ব্যাটিং করেছে, সেটা দেখেই আমি আত্মবিশ্বাস পেয়েছি। ওকে দেখে কখনও নার্ভাস মনে হয়নি এরকম একটা বড় দলের বিপক্ষে। আমাদের ওই আত্মবিশ্বাসটা ছিল। কারণ বিপিএলে আমাদের কিছু বড় বড় জুটি ছিল। যখন ও এভাবে শুরু করেছে, আমরা শুধু স্বাভাবিক ব্যাটিং করছিলাম।’
-নট আউট/এমআরএস/টিএ