03/13/2025 আহমেদাবাদে দাপট অব্যাহত ব্যাটারদের, শতক হাঁকালেন গিল
নট আউট ডেস্ক
১২ মার্চ ২০২৩ ০৪:৩৬
নট আউট ডেস্কঃ ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারনী চর্তুথ টেস্টে ব্যাটাররা দেখাচ্ছে দাপট। প্রথম দুই দিনের ন্যায় তৃতীয় দিনে বোলারদের করতে হয়েছে সংগ্রাম। ৩৬ রান নিয়ে দিন শুরু করা ভারত দিন শেষ করার আগে হারিয়েছে ৩ উইকেট, তুলেছে ২৮৯ রান। সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফিরেছেন শুভমান গিল।
আহমেদাবাদে ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা ভারতের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৭৪ রানের মাথায়। ৩৫ রান করা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে ইনিংসে অজিদের প্রথম সাফল্য এনে দেন কুহমেন। এরপর পুজারাকে নিয়ে দলের হাল ধরেন শুভমান গিল। এই দু'জনের ব্যাটে চড়ে একশ পার করে ভারত।
হাফ সেঞ্চুরি তুলে নেন গিল৷ প্রথম সেশনে অজিদের সাফল্য বলতে ছিল ওই রোহিতের উইকেটই। লাঞ্চের পরও গিল-পুজারা জুটিতে দারুণ খেলতে থাকে ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। ব্যক্তিগত ৪২ রানের মাথায় পুজারা ফিরলে ভাঙে এই জুটি। এর আগেই টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল।
এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে অজিদের রান পাহাড় টপকাতে থাকেন গিল। এদিন শুরু থেকে বিরাট কোহলিও থাকেন চেনা ছন্দে। তৃতীয় উইকেট জুটিতে এই দু'জনে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। অজি বোলারদের দারুণ শাসন করা গিল খেই হারান ভারতের সংগ্রহ যখন ছিল আড়াই শ ছুঁইছুঁই।
নাথান লায়নের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে খেলেন ১২ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ১২৮ রানের ইনিংস। এরপর দিনের বাকিটা সময় রবীন্দ্র জাদেজাকে নিয়ে কাটিয়ে দেন বিরাট কোহলি। দিনের খেলা শেষ করার আগে কোহলি তুলে নেন হাফ সেঞ্চুরি।
শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ করার আগে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করেছে ভারত। পিছিয়ে এখনও ১৯১ রানে। ৫ চারে ৫৯ রানে অপরাজিত বিরাট কোহলি, ১৬ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন জাদেজা।
-নট আউট/টিএ