03/14/2025 কঠিন সময়ে সমর্থন দেওয়ার অনুরোধ ম্যাশের
নট আউট ডেস্ক
১৩ মার্চ ২০২৩ ১৬:৪৪
নট আউট ডেস্ক: ওপেনার রনি তালুকদার থেকে শুরু থেকে টেল এ্যান্ডার তাসকিন আহমেদ৷ ব্যাট হাতে সকলের রান করার তাড়ণা দলকে নিয়ে যাচ্ছে সফলতার পথে৷ অভিষক্ত তৌহিদ হৃদয় কিংবা ট্রল থেকে তৈরী নাজমুল হোসেন শান্ত রাখছেন ধারাবাহিক অবদান৷
দলীয় সফলতায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের৷ খুশি বিসিবি প্রধান থেকে সমর্থকরা৷ বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চোখে এই জয়ের প্রাপ্তি অনেক৷ এমন একটা দল তৈরী হওয়ায় খুশি তিনি৷ একইসাথে অনুরোধ খারাপ সময়ে পাশে থাকার৷
ম্যাচ শেষে মাশরাফী লিখেছেন, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়ছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল, হাথুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি।
ম্যাশ আরও লিখেছেন, তরুণদের এই ফরম্যাটে সুযোগ দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে। দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-২০তে খুব প্রয়োজন ছিল। যদিও এটা একান্তই আমার মতামত। শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।
-নট আউট/এমআরএস