03/13/2025 যতদিন খুশি অধিনায়ক থাকতে পারবেন বাবর
নট আউট ডেস্ক
১৪ মার্চ ২০২৩ ১৭:৩৮
নট অউট ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে চলছে বাবর অধ্যায়৷ তিন সংস্করণে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দেখাচ্ছেন দাপট৷ যদিও দেশটির ক্রিকেটে সংশয় রয়েছে অধিনায়ক হিসেবে বাবরের সামর্থ্য নিয়ে৷ তবে বাবরের প্রতি আস্থা রাখছেন পিসিবি প্রধান নাজাম শেঠি৷
আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণার পর বাবরের নেতৃত্ব নিয়ে শেঠি বলেন, বাবরকে নিয়ে কোনো কিছু নেই। সে আমাদের নিয়মিত অধিনায়ক। সে যত দিন ইচ্ছা অধিনায়ক থাকবে। এখন বাবর নিজে যদি মনে করে সে অধিনায়ক থাকতে চায় না, সেটি ভিন্ন কথা। বাবর তিন সংস্করণেও অধিনায়ক থাকতে পারে, আবার যেকোনো একটি–দুটি ছেড়েও দিতে পারে। পুরো বিষয়টিই তার ওপর নির্ভর করছে।’
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়রদের৷ যদিও সরাসরি বাবর-রিজওয়ানদের জানানো হয়নি এমনটি৷ পিএসএলের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন শাদাব খান৷
শাদাব বলেন, আমি নিশ্চিত নই, আমাকে, বাবরকে কিংবা রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হবে কি না! এ তথ্য আপনাদের কাছ থেকেই জানলাম। আমাদের যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমাদের সেটি জানানো হতো।’
-নট আউট/এমআরএস