03/13/2025 তানভীরের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৪ মার্চ ২০২৩ ২০:৩৫
নট আউট ডেস্কঃ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই তৃতীয় টি-টোয়েন্টি সফরকারী ইংল্যান্ডের জন্য হয়ে দাঁড়িয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর। অন্যদিকে বাগে পেয়ে বাটলারদের ধবলধোলাই করার মওকা সাকিবদের সামনে। এমন সমীকরণের ম্যাচে এবার আর টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে এদিন বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ইংলিশরা।
হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ইংলিশরা। অন্যদিকে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। টানা ৬১ ম্যাচ পর দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। তার জায়গায় একাদশে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও বাদ পড়েছেন দল থেকে। তার জায়গায় ৭৯ তম বাংলাদেশি হিসাবে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মইন আলী, স্যাম কাএয়ান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ ও জফরা আর্চার।
-নট আউট/টিএ