03/13/2025 জাতীয় দলে ফেরার লড়াইয়ে সৌম্য
নট আউট ডেস্ক
১৬ মার্চ ২০২৩ ১৫:২৯
নট আউট ডেস্কঃ লম্বা সময় ধরেই অফ ফর্মে সৌম্য সরকার। গত বছর বিশ্বকাপ দলে সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার। যার ফলে আবারও বাদ পড়েছেন দল থেকে। তবে এবার সম্ভাবনা জেগেছে জাতীয় দলে ফেরার। চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় ছাত্রদের একজন সৌম্য। অবশ্য এখানে নেই কোন স্বজনপ্রীতি। তার সামর্থ্যে আস্থা রাখেন মাস্টারমাইন্ড।
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশের মিশন আয়ারল্যান্ড সিরিজ। মূল সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে সফরকারীরা। এই ম্যাচে একাদশে ফিরেছেন সৌম্য সরকার।
দল হারলেও রানের দেখা পেয়েছেন সৌম্য। ব্যক্তিগত ৪৮ রানের ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন ৯টি। যার মধ্যে ৭ চারের পাশাপাশি ছক্কা সংখ্যা দুই।
জাতীয় দলের যে কোন সংস্করণে ফিরতে বড় পরীক্ষা দিতে হবে এই ওপেনারকে। শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ হতে পারে পরীক্ষার বড় মঞ্চ।
গত বছর দেশের এই ঘরোয়া লিগের একাদশ থেকেও বাদ পড়েছিলেন সৌম্য। এবার অবশ্য শুরুর আগে রানে ফেরার আত্মবিশ্বাস বড় শক্তি হতে পারে। সবকিছু পারফরম্যান্সে ঠিকঠাক করে নিতে পারলে জাতীয় দল অপেক্ষা করছে সৌম্যের জন্য।
-নট আউট/এমআরএস