03/13/2025 পিঠের চোটে অজি সিরিজ শেষ আইয়ারের
নট আউট ডেস্ক
১৬ মার্চ ২০২৩ ১৫:৪০
নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল (১৭ মার্চ) মুখোমুখি হবে ভারত। নিজেদের মাটিতে বর্ডার-গাভাস্কর ট্রফি জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিকরা। অজিদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও পিঠের পুরনো চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার।
ভারতের মিডল অর্ডার এই ব্যাটারকে না পাওয়ার খবর নিশ্চিত করেছেন দলের ফিল্ডিং কোচ টি.দিলিপি।
পিঠের চোটের কারনে বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজও মিস করেছিলেন আইয়ার। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টে না থাকার কারনও একই।
উল্লেখ্য, আগামী শুক্রবার (১৭ মার্চ) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। আর দ্বিতীয় ওডিআই ১৯ মার্চ এবং তৃতীয় ওয়ানডে ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
-নট আউট/এমআরএস