03/13/2025 আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নট আউট ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ১৫:১৫
নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ঘরের মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৮ মার্চ) দুপুর ২ টায় মুখোমুখি হবে দুই দল।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে নতুন পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখতে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে জাকির হাসান স্কোয়াডে থাকলেও সিরিজ শুরুর আগে ইনজুরিতে পড়েছেন জাকির। যার ফলে দলে যুক্ত করা হয়েছে রনি তালুকদারকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল তৌহিদ হৃদয়ের।
এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশঃ তামিম ইকবাল,লিটন দাস,নাজমুল হোসেন শান্ত,মুশফিকুর রহিম,সাকিব আল হাসান,তৌহিদ হৃদয়,মেহেদি হাসান মিরাজ,আফিফ হোসেন, হাসান মাহমুদ,তাসকিন আহমেদ,মুস্তাফিজুর রহমান।
-নট আউট/এমআরএস