03/14/2025 হাথুরুর সহকারী শর্টলিস্টে ৬ জন
নট আউট ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ১৫:২৯
নট আউট ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেটে কাজ শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এই কড়া হেডমাস্টারের সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বিজ্ঞাপনে আবেদন করেছে ১০ জন। যেখান থেকে শর্ট লিস্টে জায়গা পেয়েছে ৬ জন।
শর্ট লিস্ট জায়গা পাওয়া কোচদের একজন মিজানুর রহমান বাবুল। বাবুল বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ হিসেবে রয়েছেন। তার আবেদনের প্রেক্ষিতে বিসিবির কোচ নিয়োগ কমিটি ইতমধ্যে সাক্ষাৎকার নিয়েছে এই কোচের। সাক্ষাৎকারের সময় টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
শর্টলিস্টে থাকা চারজনের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। আর বাকি দুইজনের সাক্ষাৎকার আগামী ২৩ মার্চ নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির কোচ নিয়োগ কমিটি। এরপর সহকারী কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জালাল ইউনুস জানান, যারা আছে, তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেব। খুব দ্রুতই নেওয়া হবে।
-নট আউট/এমআরএস