03/14/2025 রাজ্জাকের ম্যাচসেরা পারফরম্যান্সে চ্যাম্পিয়ন এশিয়া লায়ন্স
নট আউট ডেস্ক
২১ মার্চ ২০২৩ ১৬:০৫
নট আউট ডেস্কঃ লিজেন্ডস লিগ মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া লায়ন্স। ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়েছে রাজ্জাক-আফ্রিদিরা। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক।
ফাইনালে ৪ ওভারে ১৪ রান খরচে ২ উইকেট নিয়েছেন রাজ্জাক। এই স্পিনারের বোলিং তোপে পড়ে খেল হারায় প্রতিপক্ষরা।
ওয়ার্ল্ড জায়ান্টসের দেওয়া ১৪৮ রানে লক্ষ্য তাড়া করতে নেমে উপুল থারাঙ্গার ২৮ বলে ৫৭ তিলকারত্নে দিলশানের ৪২ বলে ৫৮ রানে ভর করে সহজেই জয় পায় এশিয়া লায়ন্স।
-নট আউট/এমআরএস