03/12/2025 বিধ্বংসী ইনিংস খেলার ইচ্ছা অনিকের
নট আউট ডেস্ক
২৩ মার্চ ২০২৩ ০১:১৪
নট আউট ডেস্কঃ সবশেষ বিসিএলে টূর্ণামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন জাকের আলি অনিক। একই টূর্ণামেন্টে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। লংঙ্কার ভার্সনে দারুণ খেলা এই ব্যাটার এবার ডাক পেয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে। অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ ক্রিকেটে এরকম নতুন কিছু নয়। তবে অনিকের ভাবনা আপনাকে আশায় বাঁচিয়ে রাখবে। জাতীয় দলে ক্যামিও ইনিংস খেলার কথাই জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার।
বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়ে গণমাধ্যমে অনিক বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রতিটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, নিজেকে তাগিদ দিচ্ছিলাম বড় পারফরম্যান্স করার। সুযোগ এসেছে, ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার।’
নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে অনিক বলেন, ‘আমাকে প্রমাণ করার জন্যই ওখানে ডাকা হয়েছে। আমি চেষ্টা করব। যেহেতু টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে, বিপিএলে আমি যে ধরনের দায়িত্ব পালন করেছিলাম, চেষ্টা করব ওই ধরনের ক্যামিও ইনিংসগুলো খেলার।’
ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন সময়ে জাতীয় দলে ডাক পাওয়ার সংবাদ জানেন অনিক। তবে আগেই খালেদ মাহমুদ সুজন প্রস্তুত থাকতে বলেছিল এই ক্রিকেটারকে।
দলের ডাক পাওয়ার খবর প্রসঙ্গে অনিক বলেন, ‘আমি ম্যাচের মধ্যেই জানতে পেরেছি যে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছি। (খালেদ মাহমুদ) সুজন স্যার আমাকে আগেই প্রস্তুত থাকতে বলেছিলেন। তবে নিশ্চিত খবরটা কিছুক্ষণ আগে ডাগ আউটে জানতে পেরেছি। আমি তো ম্যাচে ছিলাম, কিপিং করলাম।’
-নট আউট/এমআরএস