03/12/2025 হেরাথের সংস্পর্শে ৫০ শতাংশ উন্নতি রিশাদের
নট আউট ডেস্ক
২৩ মার্চ ২০২৩ ১৫:২৪
নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। জাতীয় দলের জার্সিতে সুযোগ চাপের নয় বলেই মনে করছেন এই লেগি। একই সাথে স্পিন কোচ রঙ্গনা হেরাথের সাথে আগে কাজ করায় উন্নতির কথাও জানিয়েছেন তিনি।
প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে সব কিছু স্বাভাবিকভাবেই নিচ্ছেন রিশাদ, ‘আমি যেন সুযোগ পেলে ভালো কিছু করতে পারি, এটাই সবচেয়ে বড় চাপ আর কি। আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। স্বাভাবিক আছি। আলহামদুলিল্লাহ।’
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে রিশাদ বলেন, ‘নেটে বা প্রস্তুতি ম্যাচে বা অনুশীলন সেশনগুলোয় অনেক কাজ করেছি উনার সঙ্গে। উনার সাথে কাজ করার পর আগের থেকে ৩০-৫০ শতাংশ উন্নতি করেছি। যেগুলো কথা বলেছেন সেগুলো নেওয়ার চেষ্টা করেছি, কাজ করেছি। সব কিছু মিলিয়ে ঠিক আছে।’
-নট আউট/এমআরএস