03/13/2025 সিরিজ জয় লক্ষ্যের দিনের বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নট আউট ডেস্ক
২৩ মার্চ ২০২৩ ১৬:২৩
নট আউট ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিতের সম্ভাবনা প্রবল ছিল বাংলাদেশের। মুশফিকের দ্রুতগতির সেঞ্চুরিতে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা হয়েছিল ৩৪৯ রান। তবে বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় অপেক্ষা বেড়েছে তামিম বাহিনীর।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৩ মার্চ (বুধবার) মুখোমুখি হবে উভয় দল। স্বাভাবিকভাবেই বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজ জয় নিশ্চিত, অপরদিকে আইরিশরা চাইবে শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে।
সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
-নট আউট/এমআরএস