03/14/2025 দ্য হান্ড্রেডে অবিক্রিত সাকিব-লিটনরা
নট আউট ডেস্ক
২৫ মার্চ ২০২৩ ১৬:০৫
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের ১০০ বলের টূর্ণামেন্ট (হ্য হান্ড্রেড) খেলতে নিবন্ধন করেছিলেন সাকিব আল হাসান সহ ৬ বাংলাদেশি ক্রিকেটার। আগামী আগস্টে শুরু হওয়া টূর্ণামেন্টে বাংলাদেশিদের নিয়ে আগ্রহ দেখায়নি কোন দল।
সাকিব বাদে নিলামে নাম দেওয়া বাকিরা হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। কোনো ফ্রাঞ্চাইজি তাদেরকে দলে ভেড়াতে আগ্রহই দেখায়নি। নারী দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। তাকেও কেউ কেনার আগ্রহ প্রকাশ করেনি।
অবশ্য শুধু সাকিব-লিটনরা নয়, দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ট্রেন্ট বোল্ট, রাইলি রুশো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টির বড় তারকারাও অবিক্রীতই থেকে গেছেন।
-নট আউট/এমআরএস