03/13/2025 অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থতা, জুনে হোম সিরিজের পরিকল্পনায় ভারত
নট আউট ডেস্ক
২৬ মার্চ ২০২৩ ১৫:৩৬
নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতেছিল ভারত। তবে পরপর দুই ম্যাচ হারে সিরিজ খোয়াতে হয়েছে সফকারীদের কাছে। এই ব্যর্থতা থেকে নতুন পরিকল্পনায় নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী জুনের শেষ সপ্তাহে শ্রীলংকা বা আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে দলটি। খবর ক্রিকবাজের।
আগামী ৭ জুন শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ শেষে হোম সিরিজ আয়োজনে সবকিছুই করবে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে জুলাইয়ে উন্ডিজ সিরিজে অতিরিক্ত দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ভারত। সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলার প্রস্তাব উইন্ডিজ বোর্ডকে দেওয়া হবে সংবাদ প্রকাশ করেছে ক্রিকবাজ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর, ভারত আগস্টের তৃতীয় সপ্তাহে তিনটি টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ডে যাবে। আয়ারল্যান্ড সিরিজ শেষে এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতি নিবে দলটি।
-নট আউট/এমআরএস