03/13/2025 উন্নতি না করলে সুযোগ নেই জাতীয় দলে
নট আউট ডেস্ক
২৬ মার্চ ২০২৩ ১৮:২০
নট আউট ডেস্কঃ আফিফ হোসেন ধ্রুব! বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে টানা ৬১ টি-টোয়েন্টি খেলা বাঁহাতি ব্যাটার। ব্যাট হাতে ১২১ স্ট্রাইকরেটে করেছেন ১০২০ রান। সম্প্রতি ছন্দে নেই রানের বিচারে। ফলে কড়া হেড মাস্টার চন্ডিকার দলে হারিয়েছেন জায়গা। জাতীয় দল থেকে বাদ পড়লেও সুযোগ নেই কামব্যাগের বিষয়টি এমন নয়। আবার চন্ডিকার ভাষ্যতে উন্নতি করতে না পারলে সহসাই জায়গা মিলবে না আন্তর্জাতিক ময়দানে।
আফিফের বাদ পড়া নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, তাহলে যদি দলে কাউকে লাগে। তাহলে সবার মতোই সেও সুযোগ পাবে। ’
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আফিফ। বাদ পড়ার কারন স্পষ্ট করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে হাথুরুসিংহে কথা চেপে রাখেননি সংবাদ সম্মেলনে। বাদ পড়ার কারন স্পষ্ট করেছেন ভালোভাবেই।
হাথুরু বলেন, তার চেহারার কারণে না, পারফরম্যান্সের জন্যই। যে কেউ বাদ পড়লেই সেটা পারফরম্যান্সের কারণে। কখনো কখনো আবার কৌশলগত কারণে। যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়। ’
-নট আউট/এমআরএস