03/14/2025 বিশ্রামে বালবার্নি, আইরিশদের নেতৃত্বে স্টার্লিং
নট আউট ডেস্ক
২৭ মার্চ ২০২৩ ০৪:৫১
আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ রীতিমতো অসহায় আত্নসমর্পণ করেছে আয়ারল্যান্ড দল। দলের হতশ্রী পারফরম্যান্সের মতো ব্যাট হাতে সফল ছিলেন না অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। আর তাতেই বিশ্রামের আদলে টি-টোয়েন্টি দল থেকেই বাদ পড়েছেন তিনি।
আগামীকাল (সোমবার)থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অধিনায়ক বদলেছে আইরিশদের। নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিশ্রামে পাঠিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছে পল স্টার্লিংকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইরিশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাসেনি বালবার্নির ব্যাট। দুই ইনিংসে আইরিশ অধিনায়ক পেরুতে পারেনি দুই অঙ্কের ঘর। দুই ম্যাচেই ফিরেছেন যথাক্রমে ৫ ও ৬ রান করে। আর তাতেই নিয়মিত অধিনায়ককে বিশ্রামে পাঠিয়েছে আইরিশরা। তবে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে নেতৃত্বে ফিরবেন তিনি।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেজ, টম মায়েস, ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
-নট আউট/টিএ