03/14/2025 নারী আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাই
নট আউট ডেস্ক
২৭ মার্চ ২০২৩ ১৫:০৯
নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৫ আসরে দলটি ট্রফি জিতেছে ৫ বার। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত নারী প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয় ৭ উইকেটে।
দিল্লির দেওয়া ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই জয় পেয়েছে মুম্বাই। দলের হয়ে ন্যাট সিভার করেছেন ৫৫ বলে ৬০ রান।
ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। নারী ক্রিকেটার দুনিয়ায় সবচেয়ে সফল অধিনায়ক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। তার হাত ধরেই দুইটি ওয়ানডে বিশ্বকাপ ও পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তবে আইপিএলে জিততে পারলো না ট্রফি।
নিজেরা ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করতে পারেনি দিল্লি। দলীয় ৩৫ রানেই হারিয়েছে ৩ উইকেট। মুম্বাইয়ের ইসি ওয়ং একাই তিন উইকেট নিয়ে চাপে ফেলে দেয় প্রতিপক্ষদের। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ল্যানিং। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৫ রান।
দলীয় ৭৪ রানে ৫ম ব্যাটার হিসেবে ল্যানিং প্যাভিলিয়নে ফিরলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। ৫ রানের ব্যবধানে হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। ৭৯ রানে ৯ উইকেট হারানোর পর দশম উইকেটে শিখা পান্ডে ও রাধা যাদবের জুটিতে আসে ৫২ রান। শিখা ১৭ বলে ২৭ রান করেন এবং রাধার ব্যাট থেকে আসে ১২ বলে ২৭ রান। শেষ পর্যন্ত ১৩১ রানের পুঁজি পায় দিল্লি।
স্বল্প পুঁজিতে লড়াইয়ের শুরুটা মন্দ হয়নি দিল্লির। মুম্বাইয়ের ২৩ রানেই তুলেছিল ২ উইকেট। যদিও তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করে দিল্লির কাছ থেমে ম্যাচ বের করে নিয়ে যান সিভার ও হারমানপ্রীত কৌর। হারমানপ্রীত ৩৯ বলে ৩৭ রান করে ফিরে গেলেও সিভার শেষ পর্যন্ত অপরাজিত থেকে মুম্বাইকে শিরোপার স্বাদ এনে দিয়ে মাঠ ছাড়েন। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন রাধা ও জেস জোনাসেন।
-নট আউট/এমআরএস