03/15/2025 দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান
নট আউট ডেস্ক
২৮ মার্চ ২০২৩ ১০:৩৪
আসসালামু আলাইকুম
নট আউট ডেস্কঃ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল রশিদ খানের আফগানিস্তান। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছিল কেবল আনুষ্ঠানিকতা সম্পন্নের। একই সাথে পাকিস্তানের সামনে ছিল হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। এমন সমীকরণের ম্যাচে অবশ্য ব্যাটে-বলে দাপট দেখিয়েছে পাকিস্তানই। তাতেই দাপুটে জয়ে ধবলধোলাইয়ের লজ্জা এড়িয়েছে শাদাব খানের দল।
শারজায় এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে সাইম আইয়ুব। এছাড়া অধিনায়ক শাদা খানের ব্যাট থেকে আসে ২৮ রান। জবাব দিতে নেমে পাক বোলারদের তোপের মুখে পড়ে আফগান ব্যাটাররা। তাতেই ১১৬ রানে গুটিয়ে যায় দলটি। ফলে, ৬৬ রানের বড় জয় পায় পাকিস্তান।