03/13/2025 তাসকিনের বিপক্ষে খেলা কঠিন: স্টার্লিং
নট আউট ডেস্ক
২৮ মার্চ ২০২৩ ১৫:৫২
নট আউট ডেস্কঃ বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। তৃতীয় ওয়ানডের আগে ইংলিশদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে পেসার মার্ক উড। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কথা বলতে গিয়ে তুলেছিলেন তাসকিন আহমেদ’র কথা। জানিয়েছিলেন বাংলাদেশ সফরে তাসকিন তাদের অনুপ্রেরণা।
বিশ্বচ্যাম্পিয়ন বোলারদের যখন অনুপ্রেরণা বনে যান তাসকিন। তখন বুঝতে হবে এই পেসারের মধ্যে অবশ্যই কিছু রয়েছে। পরিশ্রমের পাশাপাশি বোলিংয়ে গতি আর আগ্রাসন তাসকিনের নতুন এক অস্ত্র। যেই অস্ত্রে বিধ্বস্ত হচ্ছে প্রতিপক্ষ।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। হ্যাট্রিকের পাশাপাশি পাঁচ উইকেট প্রাপ্তির সুযোগ থাকলেও হয়নি তেমনটি। যদিও এসব নিয়ে কোন আপসোস নেই এই পেসারের। তবে তাসকিনকে নিয়ে মুগ্ধতা রয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের।
প্রথম টি-টোয়েন্টি হারের পর তাসকিনকে নিয়ে স্টার্লিং বলেন, 'আমি অনেকদিন ধরে তাসকিনকে দেখছি। আমি প্রতিবারই তাসকিনকে যখন দেখেছি সে অনেক অনেক উন্নতি করেছে। তার গতি বেড়েছে। তার আগ্রাসী মনোভাব বেড়েছে। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন।'
-নট আউট/এমআরএস