03/13/2025 লিটনের পাওয়া-না পাওয়ার দিনে বাংলাদেশের ২০২
নট আউট ডেস্ক
২৯ মার্চ ২০২৩ ২৩:০১
নট আউট ডেস্কঃ লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড ১২৪ রানের জুটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সংগ্রহ । চট্টগ্রামে রীতিমত প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন লিটন দাস। ১৮ বলে পূরণ করেছন ব্যক্তিগত অর্ধশতক। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই সংস্করণে দ্রুততম। এছাড়াও অর্ধশতক পূরণের আগে কোন ডট বল খেলেননি এই ডানহাতি ব্যাটার।
দারুণ এক শুরুর পরেও ভুল কাটিয়ে উঠতে পারেননি লিটন। ব্যক্তিগত ৮৩ রানের মাথায় স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি।
১৩৮ রানে লিটনের আউটের পর দলীয় সংগ্রহ বড় করার কাজটি ভালো ভাবে করেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। এই জুটি থেকে আসে ২৯ বলে ৬২ রান। সাকিবের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৮ রান ও হৃদয় করেন ১৩ বলে ২৪ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২০২ রান।
প্রথম ম্যাচের পর এ ম্যাচেও টস হেরেছেন সাকিব আল হাসান। চট্টগ্রামে টস পর্ব শেষে শুরু হয় বৃষ্টি। যার ফলে ২০ ওভারের ম্যাচ চলে আসে ১৭ ওভারে।