03/12/2025 ১০ হাজার টাকা জরিমানা গুনলেন মিরাজ
তাসকিন আফতাব
৯ এপ্রিল ২০২৩ ০৪:১৫
নট আউট ডেস্কঃ চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের জার্সিতে খেলছেন টাইগার তারকা মেহেদী মিরাজ। রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা মোহামেডান শনিবার মুখোমুখি হয়েছিল সিটি ক্লাবের বিপক্ষে। এদিন আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল মোহামেডান। সিটি ক্লাবকে রীতিমতো বিধ্বস্ত করে বড় জয় তুলে নিয়েছে দলটি।
দল জেতার দিনে ব্যাট হাতে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি মিরাজ। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে এদিন মিরাজ ফিরেছেন ৮ বলে ৬ রান করে। তবে এই আউট নিয়েই অসন্তুষ্ট ছিলেন মিরাজ। আম্পায়ারে দেওয়া সিদ্ধান্ত মেনেও নিতে পারেননি তিনি। যেকারণে মিরাজ মাঠেই অসন্তোষ প্রকাশ করেছিলেন।
মিরাজ এতোটাই অসন্তোষ ছিল যে, মাঠ থেকে বের হয়ে থার্ড আম্পায়ারের সঙ্গেও বেশ কিছুক্ষণ তর্ক করেন তিনি। আর তাতেই শাস্তির মুখে পড়তে হয়েছে এই তারকা অলরাউন্ডারকে। ক্রিকেট আইনে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে আচরণবিধি ভঙ্গ করেছেন মিরাজ। যেকারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এজন্য ম্যাচ রেফারি তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
-নট আউট/টিএ