03/18/2025 ছিটকে গেলেন তাসকিন, নতুন মুখ মৃত্যুঞ্জয়
নট আউট ডেস্ক
৯ এপ্রিল ২০২৩ ২৩:২২
নট আউট ডেস্কঃ আইরিশদের বিপক্ষে মে মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয়। অন্যদিকে ইনজুরিতে ছিটকে গেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
দলে জায়গা হয়নি আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদের। এছাড়া বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ ও জাকির হাসান। দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অনাপত্তিপত্র পেলেও লিটন দাসকে নিয়েই আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন আইপিএল খেলতে এই মুহুর্তে ভারতে অবস্থান করা পেসার মুস্তাফিজুর রহমান ও।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক) সাকিব আল হাসান, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
-নট আউট/টিএ