03/18/2025 রিয়াদের দোষ কি?
নট আউট ডেস্ক
১০ এপ্রিল ২০২৩ ১৫:৪২
নট আউট ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল এলেই বাংলা ভাগ হয় দুই ভাগে। গ্রাম-গঞ্জে ৯০ মিনিটের খেলাতেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে এতকিছুর মাঝেও দেশের ক্রীড়ায় মানুষের আকর্ষণ ক্রিকেটেই বেশি। এই ক্রিকেট নিয়ে ব-দ্বীপের মানুষরা স্বপ্ন দেখে বিশ্বজয়ের। আর এই স্বপ্নকে যারা প্রসারিত করেছে তাদের একজন মাহমুদউল্লাহ রিয়াদ।
টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাঠ থেকে। টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের পাশাপাশি জায়গা হারিয়েছেন একাদশ থেকেও। ক্রিকেটের ক্ষুদে এই সংস্করণে অলিখিত বিদায়ের ঘন্টা বেজেছে রিয়াদের। ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করা রিয়াদ জাতীয় দলের এই ফরম্যাটেও পড়েছেন দোলাচলে।
ঘরের মাঠে সবশেষ আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল রিয়াদকে। নির্বাচক প্যানেল থেকে বিশ্রাম শব্দটা ব্যবহার হলেও ক্রিকেট নিয়ে কাজ করা মানুষরা ধরেই নিয়েছিল এটি বিশ্রাম নয়। বিশ্রাম নয় কথাটি আরও প্রমাণিত হয়েছে আসন্ন সিরিজের দল ঘোষণার পর। কেননা আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেও নেই রিয়াদ।
রিয়াদের স্কোয়াডে জায়গা না হওয়ায় প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। তবে তিনি রিয়াদ ইস্যুতে কোন উত্তর দেননি সংবাদ সম্মেলনে। প্রধান নির্বাচকের এমন ইঙ্গিতের পর পরিস্কার, আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ রিয়াদের।
জাতীয় দল অবশ্যই কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বোর্ড সভাপতি থেকে প্রধান নির্বাচক কিংবা ক্রিকেটার। প্রকৃতির নিয়মে একদিন জায়গা ছাড়তে হবে সকলকেই। খারাপ পারফরম্যান্স করলে বাদ পড়বে দল থেকে এটাও চিরন্তন সত্য। তবে রিয়াদ বাদ কিংবা তাকে নিয়ে ম্যানেজম্যান্টের চিন্তা কি তা পরিস্কার করলে যাই হোক না কেন দেশের ক্রিকেটের নিশ্চয়ই কোন ক্ষতি হবে না। রিয়াদ কিংবা রিয়াদ ভক্তরা এমন লুকোচুরি খেলা দেখে বলতেই পারে দোষটা কি?
-নট আউট/এমআরএস