03/13/2025 নিউজিল্যান্ড দলকে বিশ্বমানের নিরাপত্তা দেবে পাকিস্তান
নট আউট ডেস্ক
১০ এপ্রিল ২০২৩ ১৬:০১
নট আউট ডেস্কঃ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান সফর করেছিল নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডের দিনে আচমকা সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। সফর বাতিল করার কারন হিসেবে উল্লেখ করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। সেবার কোন ম্যাচ না খেলে পাকিস্তান ত্যাগ করা নিউজিল্যান্ড আবারও গেছে পাকিস্তান সফরে।
আগামী ১৪ এপ্রিল পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজ শুরুর আগে আবারও বড় প্রশ্ন নিরাপত্তা ইস্যু। এবার নিরাপত্তা নিয়ে খুব একটা ভাবতে হবে না কিউইদের। পুরো সফরে বিশ্বমানের নিরাপত্তা দেওয়া কথা জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেট দলকে আসন্ন সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ও বিশ্বমানের নিরাপত্তা দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ।
পাঁচ টি-টোয়েন্টি শেষে ২৬ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
-নট আউট/এমআরএস